• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
Headline
তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এম মুরশিদ উপস্থিত ছিলেন। BAMGLADESHI AMERICAN COMMUNITY CHANGEMAKERS দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করতে একমত ড. ইউনূস ও শাহবাজ শরিফ ইউনূস-বাইডেন বৈঠক নিয়ে যা বলেছে হোয়াইট হাউস ‘রেমিট্যান্সযোদ্ধাদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেব’ দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য আধুনিক ব্যাংকিং ব্যবস্থা জরুরি : ড. যশোদা জীবন দেবনাথ মাহবুব সিরাজ তুহিন সাউথ অস্ট্রেলিয়ায় বাঙালি ছাত্র ও অভিবাসন প্রত্যাশীদের অভিভাবক সমৃদ্ধ বাংলাদেশের জন্য সুশাসন, শিক্ষার প্রসার ও প্রযুক্তির উন্নয়নে গুরুত্ব দিতে হবে : প্রীতি চক্রবর্তী

বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে শিল্প সাহিত্যের আসর অনুষ্ঠিত

Reporter Name / ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

গত ২১ ফেব্রুয়ারি , সোমবার, রাত আটটায় (স্হানীয় সময়) বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার পঞ্চম  শিল্প    সাহিত্যের আসর ভার্চুয়ালি  অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার  আহবায়ক  মিশুক সেলিম এর সভাপতিত্বে ও সংগঠনের  সদস্য সচিব খালেদ সরফুদ্দীন এর শুভেচছা বক্তব্যের মাধ্যমে   অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

দুই পর্বে অনুষ্ঠিত  এই  অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বেনজির শিকদার ও রওশন হাসান । তাঁদের                  সঞ্চালনায়  বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের  বাংলা ভাষাভাষী  লেখক, কবি, ছড়াকার, আবৃত্তিকার ও সংগীত শিল্পীরা অংশগ্রহন করেন।
প্রায় দুই ঘন্টা ব্যাপী  স্থায়ী এই অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা কথামালা, ছন্দ, কাব্য ও সুরে অনুষ্ঠানে যারা সংযুক্ত ছিলেন তাদেরকে বিমোহিত করেন।
নান্দনিক এই   আয়োজনে সংগঠনের  সাধারন সম্পাদক ইউসুফ রেজা , সুব্রত চৌধুরী,  ইশতিয়াক রুপু আহমেদ, দস্তগির জাহাংগীর, বিমল কুমার সরকার , দিনার মনি, সানাউল হক , ব‌দিউজ্জ্মান নাসিম , আহমেদ জসিম, হোসাইন কবির, আনোয়ার সেলিম প্রমুখ অংশগ্রহন করেন।

বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার  আহবায়ক  মিশুক সেলিম, সদস্য সচিব খালেদ সরফুদ্দীন ও সমন্বয়ক আবু সাঈদ রতন শিল্প সাহিত্যের ভার্চুয়াল  এই আয়োজন   সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category