নরসিংদীর অন্যতম জবা টেক্সটাইল মিলের তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের নরসিংদীর তিনটি ও মাধবদী থেকে একটি ইউনিট কাজ করে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও ডাম্পিং সম্পন্ন করতে প্রায় ৫ ঘণ্টারও বেশি সময় লেগেছে।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে জবা টেক্সটাইল মিলের পেছনের অংশে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুনের লেলিহাল শিখা মিলের গোডাউনে ছড়িয়ে পড়ে।
নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান আহমেদ বলেন, দুপুর প্রায় পৌনে ১টার দিকে স্টেশনে সংবাদ আসে জবা টেক্সটাইলে আগুন লেগেছে। সংবাদ পেয়ে প্রথমেই নরসিংদী স্টেশনের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে মাধবদী থেকে আরো একটি ইউনিট এসে প্রায় ৩ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এখন চলছে ডাম্পিংয়ের কাজ।
যেহেতু এটি তুলার গোডাউন তাই আগুন সহজেই ছড়িয়ে পড়ে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে। আগুন লাগার প্রাথমিক কারণ হিসেবে জানতে চাইলে তিনি জানান, যেহেতু তুলার গোডাউন তাই কিভাবে সূত্রপাত হয়েছে তা সঠিক বলা যাচ্ছে না। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও নিরুপন করা সম্ভব হচ্ছে না।