সম্পর্ক এবং তার অন্তর্নিহিত রহস্যের বর্ণনায়
ওদের অনুমতি দিওনা, প্রবেশের, ‘আমাদের সম্পর্ক’ ভাবনায়
ওদের অবকাশ দিওনা, ভাবতে, এক মুহূর্তের জন্যেও- যে,
আমাদের অতীত মৃত এবং অদৃশ্য
আমাদের অতীত ধূসর এবং উধাও
আমাদের অতীত হলদে ঝরা পাতা
আমাদের অতীত হারিয়ে যাওয়া কবিতার পাতা-
দিওনা ভাসতে, ওদের, এই ধারনায়-যে,
আমাদের অতীত দিগন্ত রেখার মত মিলিয়েছে অজানায়।
কারণ- আমাদের অতীত বলে কিছু নেই, আমরা জানি
আমাদের গাঢ় সম্পর্ক গভীরতায়
আমাদের অতীতই আমাদের বর্তমান
এবং আমাদের ধারন করে আছে
অনাগত আগামীর চঞ্চলতায়।
গভীর ঘুমের মাঝে আলোর ঝলকানি-
তোমার মুখ ঝাঁকায় স্বপ্নশাখা
ঘুম ভাঙ্গা বিহ্বল হতবাক চোখের তারা
কাঁপে আঁকাবাঁকা।
আলো নেভা চোখের তারায় জেগে ওঠো কি ভয়ংকর সুন্দর
আলো জ্বলে হুট করে ঝলমল সারাটা অন্তর বাড়ী ঘর।
গুন গুন করে যেন ভ্রমরের গুঞ্জন সারাক্ষণ
তন্ময় আমাতে ফোটে ফুল সুবাসিত তনুমন।
চোখের পাপড়ি ধীরে ধীরে ঝরায় বৃষ্টি ভালবাসা সুখ
ফের জাগে সেই প্রেম উত্তাল আহ্বান কি প্রবল উন্মুখ
দুরের কেউ বুঝি খুব বেশি মনে করেছে আমারে
দুরের কেউ বুঝি পড়ছে একান্ত গোপনে ঝরে ঝরে
অন্তরে কাঁদে কেউ, হাসে কেউ অন্ধকারে-
মগ্ন হই আমি তারেই আঁকড়ে ধরে।
ঘুম ভাঙ্গা রাতের আকাশে মেলে দেই নাম তোমার
ঘুম ভাঙ্গা চোখের তারায় জ্বেলে দেই আলো আমার
ঘুম ঘুম তারাদের খিলখিল ভাসে
ঘুম ঘুম মেঘপরি ফের স্বপ্নে আসে।
ঘুম ভাঙ্গা রাতে ফের ঘুম আসে –