চলে যাওয়া মানে চলেই যাওয়া
ধূসর পথের প্রান্ত সীমায় বিলীন হওয়া
চলে যাওয়া মানে একেবারে চলে যাওয়া
চলে যাওয়া মানে কারো বিদায় নেয়া
চলে যাওয়া মানে পিছুটান মুছে ফেলা
চলে যাওয়া মানে আর কখনও না ফেরা।
চলে যাওয়া মানে চিরতরে প্রস্থান
চলে যাওয়া মানে অনন্ত অবসান।
সব কিছুই তো থেকে যায় একইরকম
একই ছন্দে এগিয়ে চলে জীবন যেমন
একইরকম জোছনায় আলোকিত রাত্রি
একই রৌদ্র-জ্বলা এই প্রখর প্রকৃতি
একই কলরব আনে আনন্দ হাসি গান
জীবনের জয়গানে একই কলতান
থাকে না কেবল সেই যে জন যায়
যে জন যায় সে একেবারে যায়।
কিছুদিন উচ্চারিত নামটি তাহার
স্মরণের আবরণে দুঃখ বেদনার
তারপর পেরিয়ে যায় কালের হিসাব
স্মৃতি থেকে মুছে যায় অতীত বিলাপ।
চলে যাওয়া মানে কারো একেবারে যাওয়া
চলে যাওয়া মানে তার নিঃশেষ হওয়া।
————————
নিউইয়র্ক, ২৪ অক্টোবর’২১