এখানেও আমি বুঝি অনেকের হাসির খোরাক
তোমরা হাসো প্রচুর হাসো আমার আপত্তি নেই
শুধু বলবো ,আমাকে নিয়ে আর এভাবে হেসো না।
এভাবেই লাইজু হাসছে নার্গিস গিতা মিতারাও হাসতো
আমাকে নিয়, আমি সায়েন্স বিল্ডিং থেকে শুধু দেখতাম।
বন্ধুদের মতো ,পাশের টেবিলে বসেও
তোমাদের চুলনিয়ে টানাটানি করিনি বলে
মটর সাইকেল দিয়ে তোমাদের রিকসার
গতিরোধ করনি বলে। মরুতে বৃষ্টির মতো আকষ্মিক
প্রাপ্তি চাইনি বলেইকি তোমরা ,তোমার আমাকে নিয়ে হাসতে।
এভাবে প্রচুর উত্তরহীন প্রশ্ন আমাকে আমি করেছি।
ফোটা ফোটা বৃষ্টি রাতও প্রচুর
অসুদের দোকান একটাই খোলা এগলিতে
মেরক্স টেবলেট বাতাসে বিবর্ন
উপায় নেই তাই কিনেছি ।
হাসি আর মামিকে ডকাডাকি দেখেই
আমি মন্দের পূর্বাভাস পেলাম।
আমি আজ বড় ক্লান্ত বড় অসহায় হয়ে এখানে
দোহাই তোমাদের প্রচুর হাসো কিনতু
আমাকে নিয়ে আর এভাবে হেসো না।