সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২২টি নতুন উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন উপ-শাখাগুলোর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। স্বাগত বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, মানবসম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, চিফ রেমিট্যান্স কর্মকর্তা এবং প্রায়োরিটি ব্যাংকিং ইউনিটের প্রধান মো. মোশাররফ হোসাইন, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান এবং ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং বিভাগের প্রধান সাইফ আল-আমীন।
এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলোর ব্যবস্থাপক ও উপ-শাখার ইনচার্জসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন ২২টি উপ-শাখা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কসবা, সিরাজগঞ্জের চান্দাইকোনার শেরপুর, বগুড়ার নন্দীগ্রাম, ময়মনসিংহের ফুলবাড়ীয়া, ঢাকার গুলিস্তান, মেরাদিয়া, বেরাইদ, ওয়ারী, গরীব-ই-নেওয়াজ এভিনিউয়ের রানাভোলা, কেরানীগঞ্জের শুভাঢ্যা, নাটোরের চাঁচকৈড়, দিনাজপুরের রানীর বন্দরের পাকেরহাট।
আরও রয়েছে- গাজীপুরের সালনা বাজার, নড়াইলের কালিয়ার চাচুড়ী বাজার, রংপুরের ধাপ, গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাণীগঞ্জ বাজার, কিশোরগঞ্জের মিঠামইন, ভৈরবের সরারচর, কুমিল্লার নায়েরগাঁওয়ের মলয় বাজার, বরিশালের বাকেরগঞ্জ, জামালপুরের ইসলামপুর এবং চট্টগ্রামের চাতরীতে।