বরগুনার বেতাগীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল করেছে যুব সমাজ প্রতিনিধিরা। বুধবার বেতাগীর ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন ভবনে যুব সংগঠক অলি আহমেদের আয়োজনে এই মাহফিলে তৃতীয় লিঙ্গের নাগরিক ছাড়াও বিভিন্ন পেশার নাগরিকরাও অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন তৃতীয় লিঙ্গ গোষ্ঠীর বেতাগীর সরদার সোনালী, পৌর কাউন্সিল মো. আ. মান্নান হাওলাদার, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছালাম সিদ্দিকী, সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সিনিয়র সহ-সভাপতি লায়ন মো. শামীম সিকদার, সদস্য মো. আবুল বাসার খান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল লতিফ প্রমুখ।যুব সমাজের পক্ষে ছিলেন মিঠুন চন্দ্র দে, মো. সালাউদ্দিন বাপ্পি, মো. খাইরুল ইসলাম মুন্না, মো. ইমরান হোসেন, মো. সুমন মিয়া ও মো. আরিফুল ইসলাম সুজন।
এসময় যুব সংগঠক অলি আহমেদ বলেন, আমরাই সমাজে অবহেলিত জনগোষ্ঠী তৃতীয় লিঙ্গের মানুষদের দূরে ঠেলে দেই, তাদের মর্যাদা দেওয়া প্রয়োজন। সকলের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটলে তৃতীয় লিঙ্গের মানুষদেরও সমাজের একটি অংশ হিসেবে গড়া সম্ভব হবে। তারাতো আমাদের পরিবার থেকেই এসেছেন। তাদের আর আমাদের সৃষ্টিকর্তাতো একজনই।পরিবার- সমাজ যেন তাদের কখনো অবহেলা না করে। ইফতারের আগে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহম্মদ ইয়াসিন।