গাছে উঠে সুপারি পেড়ে দিলেই ৫ টাকা দেওয়া হবে- শুনেই তরতর করে গাছে উঠে পড়োল শিশু আজিজুল ইসলাম। কিন্তু ৫ টাকা আর পাওয়া হলো না। সুপারি গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শুপরাজি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আজিজুল ইসলাম একই উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তেলিপাড়া এলাকার রিকশাচালক নুর আলমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আশরাফুল নামে এক সুপারি ব্যবসায়ী তার বাগানের সুপারি পাড়ার জন্য মহেন্দ্রনগর ইউনিয়নের তেলীপাড়া থেকে আজিজুল, জসিম ও কুদ্দুস নামে তিন শিশুকে ভাড়া করে নিয়ে আসেন। এ জন্য গাছপ্রতি প্রত্যেককে ৫ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। যত বেশি গাছে উঠে সুপারি পাড়বে, তত বেশি টাকা। এই লোভে তিন শিশুর প্রত্যেকে প্রায় ২০টি করে গাছের সুপারি পেড়ে আনে।
এক পর্যায়ে আজিজুল বৃষ্টিতে ভেজা একটি সুপারি গাছে ওঠার সময় মাঝপথ থেকে পড়ে যায় এবং নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও সরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তে পাঠায়। এদিকে গাছ থেকে পড়ে শিশু মারা যাওয়ার কথা এলাকায় ছড়িলে পড়লে সুপারি ব্যবসায়ী আশরাফুল পালিয়ে যান।
লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত শিশুর বাবা-মায়ের কোনো অভিযোগ না থাকলে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে লাশ পরিবারকে দেওয়া হবে।