জাতিসংঘের সদর দফতরের সামনে ১৯৯২ সাল থেকে একসঙ্গে একুশ উদযাপন করে আসছে বাঙালির চেতনা মঞ্চ ও মুক্তধারা। একুশে ফেব্রুয়ারিকে নিউ ইয়র্ক স্টেট কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রেজুলেশন পাশ, বইমেলার সপ্তাহকে-আন্তর্জাতিক বাংলা সপ্তাহ ঘোষণা, ১৭ মার্চ-কে বঙ্গবন্ধু ডে ঘোষণা এবং ২৫ সেপ্টেম্বরকে বাংলাদেশী ইমিগ্রান্ট ডে-র রেজুলেশন পাশসহ অনন্য সব কীর্তির উদ্ভাবক মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা। মুক্তধারা সম্পর্কে বিষোদগার এবং চক্রান্তের সাথে কারা জড়িত? এর পেছনে কারা কাজ করছে তাদের স্বরূপ উদঘাটন খুব জরুরী। একই চক্র বাংলাদেশ সোসাইটির বিরুদ্ধে মামলা করে সংগঠনকে বিনষ্ট করার চক্রান্ত করছে। এরা জাতির পিতার দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এর বিরুদ্ধেও মামলা করে পরাজিত হয়েছে।
কমিউনিটির সকলের প্রতি আমাদের আবেদন, সমাজের ক্ষতি সাধনে লিপ্ত এই দুষ্টচক্রকে প্রতিহত করুন। এদেরকে সামাজিক ভাবে বয়কট করে সুষ্ঠ সমাজ বিনির্মাণে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
স্বাক্ষরকারী
আব্দুর রহিম বাদশা
হারুন আলী
ছাখাওয়াৎ আলী