শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে বিভিন্ন কর্মসূচি পালন করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা। এ উপলক্ষে সোমবার সন্ধ্যা ৮টা থেকে ১২টা পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হবে।
নিউইয়র্কে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন- সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার আয়োজনে এসব কর্মসূচির মধ্যে রয়েছে:- চারুশিল্পীদের তাৎক্ষণিক উপস্থিতিতে আঁকা ট্রাফিক পেইন্টিং (মুক্ত চিত্রাঙ্কন), আবৃত্তি ও পাঠাভিনয়, যুদ্ধদিনের কথা: একাত্তরের স্মৃতিচারণ, একক সংগীত: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, কবির কন্ঠের পাঠ: স্বরচিত কবিতা, দলগত সম্মেলক সংগীত। লেখক, শিল্পী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের অংশগ্রহণে সংহতি-সমাবেশটি রাত ১২টা ০১ মিনিটে দিবসটির কর্মসূচি সমাপ্ত হবে আলোক শোকযাত্রা মধ্য দিয়ে।
বাঙালি জাতির শোকাবহ এই দিনটিকে স্মরণ করার জন্যে গত ২৩ বছর ধরে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।