আমরা অত্যন্ত উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে, নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির এক গৌরবময় উৎসব, দীর্ঘদিনের পরিশ্রম ও নিষ্ঠার সাথে গড়ে তোলা বাংলা বইমেলা আজ এক মহল বিশেষ বা ব্যক্তি বিশেষের বিদ্বেষ ও অপপ্রচারের কবলে পড়েছে। বইমেলার আয়োজক সংস্থা মুক্তধারা ফাউন্ডেশন এবং মেলার একনিষ্ঠ সংগঠক বিশ্বজিত সাহার বিরুদ্ধে অবমাননাকর একটি ভিত্তিহীন অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের আকস্মিক ও অনভিপ্রেত ঘটনায় আমরা ক্ষুব্ধ ও মর্মাহত। ঘটনাটি নিয়ে আমরা নিজেরা ব্যাপকভাবে অনুসন্ধান করে এর কোন ভিত্তি খুঁজে পাইনি। অভিযোগ দায়ের করা মহিলার কোন হদিস আমরা পাইনি। বরঞ্চ আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে অজ্ঞাত এই মহিলার নামে মামলা দায়ের করা পেছনের এক ব্যক্তির নাম। যে নামটি আমাদের কমিউনিটিতে নিন্দিত ও ধিকৃত, সমাজের কোন ধরনের কর্মকান্ডে যে ব্যক্তিটির কোন অংশগ্রহণ নেই, সমাজের কল্যাণে যার সামান্যতম কোন অবদান নেই। সমাজ থেকে বিচ্ছিন্ন এই ব্যক্তিটির বিরুদ্ধে বরঞ্চ অভিযোগ রয়েছে অর্থ কেলেঙ্কারির, যে কারণে তাকে কারাভোগও করতে হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে অহেতুক নানা অজুহাতে নানা জনের বিরুদ্ধে মামলা দায়ের করে কমিউনিটিকে বিড়ম্বিত করার। তার একটি নিন্দিত মামলা ছিল বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে। যে মামলায় তিনি এক অভিনব পন্থায় যুক্তরাষ্ট্র বিএনপিকে তার ব্যক্তি মালিকানায় একটি প্রাইভেট কোম্পানীতে পরিণত করতে উদ্যোগ নিয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিরুদ্ধেও আদালতে মিথ্যা মামলা দায়ের করে পরাজিত হন। মামলাবাজ এই ব্যক্তিই কয়েক বছর আগে বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুলশান টেরেসে বাংলাদেশ সোসাইটি আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতা করার সুযোগ নিয়ে বাংলাদেশের অভ্যুদয়কে ভারতীয় ষড়যন্ত্রের পরিণতি এবং পাকিস্তানকে ভেঙে দেয়ার লক্ষ্যে নেহেরুর পরিকল্পনার বাস্তবায়ণ বলে উল্লেখ করেছিলেন এবং শ্রোতাদের তীব্র রোষানলের মুখে নেমে আসতে বাধ্য হয়েছিলেন। আমরা লক্ষ্য করছি, সমাজকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে তৎপর এই ব্যক্তি একের পর এক আঘাত হেনে চলেছে সমাজের কল্যাণকর কর্মকান্ডের ওপর, সকল শুভ ও মঙ্গলময় অর্জনগুলির ওপর। প্রতি বছর মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এবং দীর্ঘদিনের লালিত বাংলা বইমেলা আমাদের কমিউনিটির এমনই একটি মহৎ অর্জন বলে আমরা মনে করি। এই বইমেলাও আজ ওই দুষ্টচক্রের শ্যেন দৃষ্টিতে পড়েছে। এই পরিপ্রেক্ষিতে কমিউনিটির সকলের প্রতি আমাদের আবেদন, সমাজের ক্ষতি সাধনে লিপ্ত এই দুষ্টচক্রকে প্রতিহত করুন। এদেরকে বর্জন করুন। শুভ, সুন্দর ও কল্যাণের পথে সমাজকে এগিয়ে নিন। স্বাক্ষরকারী ব্যক্তিগণ ১. রথীন্দ্রনাথ রায়, শিল্পী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ২. ড. সিদ্দিকুর রহমান, সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ৩. মুহম্মদ ফজলুর রহমান, লেখক ও সাংবাদিক ৪. মনজুর আহমেদ, লেখক ও সাংবাদিক ৫. তাজুল ইমাম, লেখক, শিল্পী, মুক্তিযোদ্ধা ৬. মেজর অবঃ আহসান উল্লাহ, মুক্তিযোদ্ধা ৭. আবেদীন কাদের, লেখক ও প্রাবন্ধিক ৮. রেখা আহমেদ, নাট্যশিল্পী ৯. ফখরুল ইসলাম রচি, লেখক ১০. তমিজউদ্দীন লোদী, কবি ১১. শামস আল মমীন, কবি ১২. শাহাব আহমেদ, লেখক (ফ্লোরিডা)