ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং জেপি মরগান চেজ ব্যাংকের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসায়িক বৈঠক সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা, জেপি মরগান চেজ ব্যাংকের ভাইস চেয়ারম্যান পেমেন্টস অ্যান্ড সিনিয়র কান্ট্রি অফিসার, বাহরাইন, মিসর, লেবানন আলী মুসা, ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড হেড অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স গ্রুপ, এশিয়া প্যাসিফিক ক্রিস্টিন জ্যাং ট্যান এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যান্ড কান্ট্রি হেড বাংলাদেশ অফিস সাজ্জাদ আনাম এর সাথে মতবিনিময় করেন। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান এসময় উপস্থিত ছিলেন। দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন ও নতুন সম্ভাবনার ক্ষেত্রে উভয় পক্ষই একসাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। এসময় মুহাম্মদ মুনিরুল মওলা আলী মুসাকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি