বাংলাদেশের খ্যাতনামা টেলিভিশন উপস্থাপক তানিয়া আফরিন দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫-এ ‘সেরা উপস্থাপক’ হিসেবে পুরস্কৃত হয়েছেন। এই আন্তর্জাতিক পুরস্কারটি প্রদান করে সাউথ এশিয়ান সোস্যাল কালচারাল ফোরাম, যা ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, মালদীপ ও আফগানিস্তানসহ সমগ্র দক্ষিণ এশিয়ায় সাংস্কৃতিক ও সামাজিক অগ্রগতিতে অবদান রাখছে।
বিশ্বমানের স্বীকৃতি পেলেন তানিয়া আফরিন
গত ১৭ মার্চ ২০২৫, ঢাকার পল্টনে অবস্থিত ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার গণমাধ্যম ও বিনোদন জগতের শীর্ষ ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়। এই আয়োজনে শিল্প, সাহিত্য ও নারী জাগরণমূলক বিশেষ অনুষ্ঠান উপস্থাপনার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘সেরা উপস্থাপক’ পুরস্কার লাভ করেন তানিয়া আফরিন।
তাকে বিজয়ী হিসেবে বেছে নেন দক্ষিণ এশিয়ার নামকরা অভিনেতা, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং প্রভাবশালী সাংবাদিকদের সমন্বয়ে গঠিত সম্মানিত জুরি বোর্ড। অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে তারা তানিয়া আফরিনকে নির্বাচিত করেন তার দক্ষতা, স্বতঃস্ফূর্ত উপস্থাপনা এবং প্রভাবশালী পারফরম্যান্সের জন্য।
বাংলাদেশের অন্যতম শীর্ষ উপস্থাপক:
তানিয়া আফরিন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলে তার অনন্য দক্ষতার স্বাক্ষর রেখেছেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), দীপ্ত টিভি, গাজী টিভি, চ্যানেল ৯ এবং এটিএন বাংলাসহ একাধিক শীর্ষস্থানীয় চ্যানেলে তার সাবলীল উপস্থাপনা, স্পষ্ট বক্তব্য ও দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষমতা তাকে বাংলাদেশের অন্যতম সফল উপস্থাপক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বর্তমানে তিনি বাংলাদেশ টেলিভিশনে “ফিফটি পারসেন্ট” ও “নারীদের কথা” নামক জনপ্রিয় টক-শো উপস্থাপনা করছেন। এই অনুষ্ঠান দুটি নারীদের সংগ্রাম, সাফল্য, সামাজিক ট্যাবু ও চ্যালেঞ্জগুলো তুলে ধরে, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়াও, এটিএন বাংলায় নারীদের অধিকার ও সাফল্যের গল্প নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান “অপরাজিতা”-তে তিনি উপস্থাপক হিসেবে কাজ করছেন।
আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতা
তানিয়া আফরিনের জন্য এই পুরস্কার তার সফল ক্যারিয়ারের আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর আগে তিনি সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (টিআরইউবি) অ্যাওয়ার্ড-সহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন, যা তার উপস্থাপনা দক্ষতার স্বীকৃতি প্রদান করে।
সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড দক্ষিণ এশিয়ার গণমাধ্যম ও বিনোদন জগতের অন্যতম সম্মানজনক স্বীকৃতি, যা অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়। তানিয়া আফরিনের এই অর্জন তার প্রতিভা ও উদ্ভাবনী দক্ষতার উজ্জ্বল স্বাক্ষর।
বাংলাদেশের উপস্থাপনা জগতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে, ভবিষ্যতে আরও নতুন ও ব্যতিক্রমী কাজ দর্শকদের উপহার দেওয়ার আশা ব্যক্ত করেছেন তানিয়া আফরিন।