দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোং এর ২০২১-২০২২ মৌসুমে আখ মাড়াই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩ টায় দর্শনা কেরু অ্যান্ড কোং এর প্রধান গেটে ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্যে দিয়ে চলতি মৌসুমে আখ মাড়াই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
আখ মাড়াই কাজের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি,শিল্প মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রমূখ।
উপস্থিত অতিথিবৃন্দ ডোঙ্গায় ইক্ষু নিক্ষেপের মধ্যে দিয়ে চলতি মৌসুমের আখ মাড়াই কাজের শুভ উদ্বোধন করেন।
কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন জানান, মাড়াই মৌসুম শুরু করতে চিনিকলের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। তবে চিনিকল এলাকায় আখের চাষ কম হয়েছে। এজন্য এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা অর্ধেকে নেমে এসেছে। মিল চালু হলে চলতি বছর চিনিকল এলাকায় আখ চাষের পরিমাণ বেশি হবে।
চলতি মৌসুমে কেরু মিলজোনে দণ্ডায়মান আখ রয়েছে চার হাজার ৬২৭ একর জমিতে। এছাড়া পার্শ্ববর্তী কুষ্টিয়া চিনিকলের চার হাজার মেট্রিক টন আখ কেরু চিনিকলে মাড়াই করা হবে।