এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে
ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশার নাকাল জনজীবন। শীতের তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষ কে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকেই পাশে দাঁড়ালো
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়। রবিবার সন্ধ্যার পর সান্তাহার স্টেশন প্লাটফর্ম এলাকায় অসহায় দরিদ্র ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণ রায়।
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার শ্রাবনীর আয় বলেন, প্রচন্ড শীতে গ্রামের অসহায় দুস্থ ব্যক্তিবর্গরা গরম কাপড় কিনে পড়তে পারছে না। আমাদের মাঝে কম্বল বিতরণ শুরু করছি। প্রথমদিন সান্তাহার পৌরসভা কিছু কিছু জায়গায় কম্বল বিতরণ করছি। পর্যায়ক্রমে অন্যান্য জায়গায় শীতার্ত, অসহায়,দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হবে।