দিনাজপুরের পার্বতীপুরে বালু বোঝাই বিকল ড্রাম ট্রাকে ট্রেনের ধাক্কায় ইঞ্জিনসহ চারটি বগি উল্টে গেছে। ঘটনার পর থেকে পার্বতীপুর টু পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার ৫ জানুয়ারি ভোরে পার্বতীপুর উপজেলার মন্নত রেলওয়ে স্টেশনের অদূরে যশাই রেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে। এদের ট্রেনচালক আব্দুর রশিদ সরকার আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান বলেন, দিনাজপুর থেকে বগুড়া হয়ে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি আজ সাপ্তাহিক ছুটি ছিল, তাই ভোরে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুরে যাচ্ছিল। একই সময় জসায় একটি বালিবোঝাই ড্রাম ট্রাক বিকল হয়ে পড়ে। ঘন কুয়াশা থাকায় দেখতে না পেয়ে ট্রাকের ধাক্কা দেই ট্রেনটি। এতে ঘটনাস্থলে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রেনের ইঞ্জিন ও পিছনে থাকা চারটি বগি পার্শ্ববতী খেতে উল্টে যায়। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর থেকে পঞ্চগড় গামী সব ধরনের ট্রেন বন্ধ হয়ে পড়ে।