এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় দাম্পত্য কলহের জেরে শ্বশুরবাড়িতে এসে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পুর গ্রামে। শাহজাহান আলীর স্ত্রী নিহত গৃহবধূ সাহিদা বেগম (৪০)। এই ঘটনায় স্বামী আবু বক্কর সিদ্দিক কে আটক করেছে পুলিশ। ইউপি সদস্য আবু সাদাত উর রহমান বলেন, সাহিদা বেগম এর সাথে প্রায় ২৪ বছর পূর্বে একই গ্রামের মৃত আব্বাস আলীর পুত্র আবু বক্কর সিদ্দিক এর সাথে বিয়ে হয়। সে পেশায় একজন কাঠ ব্যবসায়ী। দাম্পত্য জীবনে তাদের তিনটি কন্যা সন্তান রয়েছে।
গত কয়েক মাস থেকে তাদের মধ্যে কলহ চলে আসছিল। দাম্পত্য কলহের জের ধরে কিছুদিন আগে সাহিদা বেগম ছোট্ট কন্যাকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। সোমবার রাতে সাহিদার স্বামী আবু বকর সিদ্দিক শ্বশুর বাড়িতে আসেন। রাত তিনটার দিকে সাহিদাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় আব্বু বক্কর। নিহতের চাচা মহির উদ্দিন বলেন, তাদের মধ্যে বনিবনা না হওয়ায় নিহত সাহিদা কিছু দিন থেকে বাবার বাড়িতে ছিলেন। ঘাতক সিদ্দিক আলী মাঝেমধ্যে বাড়িতে আসা যাওয়া করতেন। শুক্রবার রাতে সিদ্দিক আলী ও তার শ্বশুরবাড়িতে যান। রাত্রি তিনটার দিকে চিৎকার শুনে আমরা এসে দেখি সাহিদা রক্তাক্ত দেহ বিছানায় পড়ে আছে। এ সময় ছোট মেয়ে আহত হয়েছেন। ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে আবু বক্কর সিদ্দিককে পার্শ্ববর্তী এলাকা থেকে আটক করা হয়েছে।