এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে
বগুড়ার আদমদীঘিতে তড়িঘড়ি করে গৃহবধূর লাশ দাহ করার প্রস্তুতিকালে পুলিশ স্বামী শিরীষ চন্দ্র পাল (৩৩) কে আটক করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আদমদীঘি থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার জানান, প্রায় বছর খানেক আগে আদমদীঘি উপজেলার রামপুর গ্রামের ক্ষুদিরাম পালের ছেলে সিরিজ পাল বগুড়া জেলার শেরপুর উপজেলার কল্যাণী গ্রামের স্বপন চন্দ্র পালের মেয়ে বন্দনা (২৮) কে বিয়ে করে। সিরিজ মৌলভীবাজার জেলার জুরি ছোট উচ্চ বিদ্যালয়ের কৃষিশিক্ষক। তিনি সেখানে স্ত্রী সহ ভাড়া বাসায় থাকতেন। গত ১৯ জানুয়ারি ভোরে স্ত্রী বন্দনা রহস্যজনকভাবে মারা যান।
শিরীষ শ্বশুরবাড়িতে খবর দিয়ে ২১ জানুয়ারি শুক্রবার আদমদীঘি উপজেলা রামপুরা গ্রামে মৃত্যুর দেহ নিয়ে এসে শ্মশানে দাহ করার প্রস্তুতি নিলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শ্মশানে গিয়ে স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়। শ্বশুরবাড়ির লোকজনের ধারণা তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে এলে মৃত্যুর আসল রহস্য রহস্য উন্মোচিত হবে।