বর্ণমালায় ফাল্গুন! চেয়ে দেখি! জালানায়
– সুবীর লরেন্স
(১)
বর্ণমালায় ফাল্গুন ।।
মেঘ সরে গেলেই
স্বপ্নের রঙধনু
লাল বর্ণমালা।
জ্বলজ্বলে কিরণ দেখবো বলে
জাগে মাতৃভাষার দিন
আকাশে মুখ তুলে।
তবুও মেঘ ঘন কালো চোখে
বৃষ্টি ঝরায়;
ধুয়ে ধুয়ে লাল বর্ণ
মালায় ঔজ্জ্বল্য খোঁজে !
(২)
চেয়ে দেখি ।।
দুঃসময়ের দায় –
মৃত্যু-মিছিলের গোঙানি, হাহাকার ।
সরবে নীরবে বিচ্ছিন্নতার দিন
তবুও
মানুষের পাশে মানুষ।
পাথরে পাথর ঘসে দপদপে জ্বলন
অন্ধকার তাড়ায় ।
বিশ্বাসে অথবা আবিষ্কারে
সূর্যের ভোর দেখবে বলে
অন্ধ গুহায় দরজা খোঁজা।
প্রার্থনা জপমালা গোনে
কখনো বা জপমালা প্রার্থনায়।
স্রষ্টার মমতা আলোয়
আবিষ্কার
নিরাময় বইবে বাতাসে
আর অপেক্ষারা তাকিয়ে
চেয়ে
জ্যোতির আশায়
আমাদের চারপাশে।
(৩)
জানালায়; প্রতিদিন ।।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত
এর পর মুছে যায় দিন; প্রতিদিন।
প্রতিদিন
মুছে মুছে খাতার সমস্ত পাতা
দায়ভার তুলে নিয়ে অনুভবের ইতিহাস
রোদ মেঘ পেরিয়ে
বৃষ্টিস্নাত জলে ধুয়ে ফেলা অসুখ –
তবুও দিন অসুখের কুয়াশায়!
যায়; যায়
মুছে যায় দিন
জানালায় প্রতিদিন।