এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে
নওগাঁ আত্রাই একজন ব্ল্যাকমেইলার ও জুয়ারু চারজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্ল্যাকমেইলার নওগাঁ সদর থানার শিমুলিয়া গ্রামের মৃত্যু এজাবুলের ছেলের শুভ (৩০)। অপরদিকে জুয়ারু চারজন হলে উপজেলার ভপড়া ইউনিয়নের জামগ্রাম এর মৃত্যু মুসলিমের ছেলে মিলন (৪০) আব্দুর রহিমের ছেলে আজাদ (৩০)আব্দুল মণ্ডলের ছেলে কামরুল (২৮) এবং রফিকের ছেলে রাজিবুল ইসলাম (৪০)। মামলা সূত্রে জানা যায়, আটককৃত শুভ আত্রাই থেকে একটা ভ্যান ভাড়া নিয়ে গিয়ে
রাস্তার মধ্যে তার মোবাইল কেড়ে নেই। পরে এই মোবাইল দিয়ে ভ্যানচালকের বাবার কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে বিকাশ নাম্বার দেই বিকাশে ১০০০ টাকা দিয়ে আত্রায় থানায় জানালে সোমবার দিবাগত রাতে এসআই হায়দার ও এসআই মনিরুল শিমুলিয়া গ্রামের বাজার থেকে শুভকে আটক করে ও চাঁদার টাকা ও মোবাইল উদ্ধার করেন। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দারুল হুদা সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাতে ভপড়া ইউনিয়নের জাম গ্রামের জুয়ার আসর হতে টাকা ও তার সহ ৪ জনকে আটক করেন। আত্রাই থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, একজন অপহরণকারী ও চারজন জুয়াড়িকে সোমবার দিবাগত রাতে আটক করা হয়। আটককৃত পাঁচজনের বিরুদ্ধে মামলা রুজু করে গতকাল মঙ্গলবার সকালে নওগাঁর জেলহাজতে পাঠানো হয়েছে।