এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে
রংপুরের পীরগাছায় চুরির অপবাদ দিয়ে চতুর্থ শ্রেণীর এক শিশুকে নির্যাতনের অভিযোগে জাহিদুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ডাক্তার জাহিদুল ইসলাম উপজেলার নুর পাঠান পাড়া এলাকার আবু বাকের ছেলে। তিনি পেশায় পশু চিকিৎসা করেন। বৃহস্পতিবার ১০ শে ফেব্রুয়ারি বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলার সহকারী পুলিশ সুপার আশরাফুল পলাশ। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন ৩১ শে জানুয়ারি রাত এগারোটার দিকে নবু পাঠানপাড়া এলাকায় মৃত্যুর আব্দুল আওয়াল স্ত্রী সাবিনা খাতুন এর বাড়িতে গিয়ে কৌশলের তার ছেলে আবু জাহিদ
কে ঘরের বাইরের ডেকে নেন। এর পর কোন কিছু বুঝে ওঠার আগেই শিশুর জাহিদকে এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে পার্শ্ববর্তী বানেশ্বর বেগমের বাড়িতে একটি ঘরে আটকে শিশুটির ডান হাতে ওর শরীরে বিভিন্ন স্থানেও সুচ দিয়ে নির্যাতন করে। ঘটনায় শিশু আবু জাহিদ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরিবারের লোকজন। মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করায় মুজাহিদের মা সাবিনা বেগম নিজে বাদী হয়ে গত ৯ ফেব্রুয়ারি পীরগাছা থানায় তিন জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বৃহস্পতিবার সকালে আসামি জাহিদুল কে গ্রেপ্তার করেছে। মামলার অপর আসামি বানেছা বেগম ও আশরাফুল ইসলাম কে গ্রেপ্তার করা হয় নি। তারা পলাতক রয়েছে। থানায় অভিযোগ দায়ের ও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় অন্য দাস নগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সদস্য আকবর আলী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম। রংপুর জেলার সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ বলেন, অপর আসামিদের কে গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।