মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা থেকে
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন বাজারে দৈনিক কলার হাট চালু করা হয়েছে।
উথলী বাজার দোকান মালিক কমিটির উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় রোববার(২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় এই কলার হাটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্বোধনের প্রথমদিনেই স্থানীয় কলা চাষি ও ব্যাপারীদের উপস্থিত ছিলো চোখে পড়ার মত।আশানুরূপ মূল্য কলা ক্রয় ও বিক্রয় করতে পেরে খুশি কলা চাষি ও ব্যাপারীরা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মো.আব্দুল হান্নান, বাজার কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক সালাউদ্দীন কাজল,বাজার পরিচালনা কমিটির সভাপতি আবজালুর রহমান ধীরু,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, প্রবাহ অনলাইন ডটকম এর প্রধান সম্পাদক, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ, ইউপি সদস্য মাহাতাব উদ্দীন বিশ্বাস, আরমান আলী সহ উথলী বাজারের ব্যবসায়ীরা ও উথলী, সেনেরহুদা,মৃগমারী গ্রামের সুধীমন্ডলীরা উপস্থিত ছিলেন।
বাজার ঘুরে দেখা যায়, স্থানীয় অনেক কলা চাষি ও ব্যাপারীদের উপস্থিতে বেশ জমজমাট হয়ে উঠেছে কলার হাট। কাঙ্ক্ষিত মূল্যে কলা ক্রয় ও বিক্রয় করতে পেরে খুশি কলা চাষি ও ব্যাপারীরা।
কলা ক্রেতা ও বিক্রেতদের কাছ থেকে কোন প্রকার খাজনা নেওয়া নিচ্ছেন না হাট পরিচালনা কতৃপক্ষ।
এদিকে দৈনিক এই কলার হাট স্থায়ীভাবে টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করেছে উথলী বাজার দোকান মালিক কতৃপক্ষ।