সেলিমা আশরাফ
দিলারা হাশেমের নামের সাথে মিশে আছে
আমার শৈশব, কৈশোর ও পরিনত বয়সের অনেক স্মৃতি। ছেলে বেলায় অনুবাদ সাহিত্যের একজন ভক্ত ছিলাম। তারুণ্যে তাঁর উপন্যাসের অনরাগী পাঠক আর পরিনত বয়সে সামগ্রিক ব্যাক্তি দিলারা হাশেমের ভক্ত । কারণ তখন তাঁকে খুব কাছে থেকে দেখবার সুযোগ হয়েছে। শুধু দেখবার সুযোগ না। তাঁর সাথে এক সময় দারুন এক সখ্যতা গড়ে উঠেছিল।
তাঁর কাছে থেকে শোনা তাঁর জীবনের কত রোমান্চকর গল্প শুনেছি। নিউইয়র্ক এলে আমার বাসায় বসে স্মৃতি রোমন্থনে কেটে যেত কত নির্ঘুম রাত। তাঁর লেখা ভালো লাগে বলতেই সবকটি বই দিয়ে দিলেন আমাকে।
এরকম গুনী এই মানুষটি আর সব মেয়েদের থেকে খুব কি ভিন্ন ছিলেন ? মোটেই না। সত্যজিৎ রায়ের মত বিশ্ব বিখ্যাত পরিচালকের ছবিতে অভিনয়ের অফার তিনি ফিরিয়ে দিয়েছিলেন শুধু সংসার ছেলেমেয়ে করে করে। জীবনের এমন আরো অনেক পাওয়াগুলি না পাওয়ার হিসেবে চলে গেছে কারণ বেডিয়ে আসতে পারেননি তাঁর নারী স্বত্বার দায়িত্ববোধ থেকে।
প্রথমে তিনি জায়াজননী এবং এর পরে তিনি সাহিত্যিক , সংবাদ পাঠক ও সঙ্গীত শিল্পী। আমার অনেক প্রিয় একজন মানুষকে হারালাম।
দিলারা আপা। ওপারে ভালো থাকবেন। বাংলা সাহিত্য হারালো আর একজন গুনী লেখককে। তাঁর চমৎকার উপস্থাপনায় VOA অনুষ্ঠানগুলি
মানুষ উপভোগ করেছে। আমি তাঁর খবর পাঠের ও গানের একজন মুগ্ধ শ্রোতা ছিলাম।