কুইন্সের জ্যামাইকার সাটফিন ব্লুভার্ডে অবস্থিত তাজমহল পাটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেলো “ক্যারিয়ার থ্রী সিক্সটি সলিউশন” আইটি স্কুলের সদস্যদের মতবিনিমিয় সভা।
ফাহিম খানের সঞ্চালনায় সভায়, আগত সবাই তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন, আইটিতে ক্যারিয়ার বিল্ড করতে হলে কি কি পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে, সেসব বিষয়ে আলোকপাত করেন। মৃদুল আহমেদ বলেন আইটি কোর্সে ভর্তি হবার আগে মন-মানসিকতা সেটআপ করা খুবই গুরুত্বপূর্ণ। শেখার আগ্রহ থাকলে পূর্ব অভিজ্ঞতা ছাড়াও কোর্স সম্পন্ন করা সম্ভব। মো: ইকবাল হোসেন বলেন তিনি সংসারের নানা কাজের মাঝেও দিনে কমপক্ষ্যে ৪/৫ ঘন্টা ব্যয় করতেন পড়াশুনার জন্য।
স্কুলের অন্যতম পরিচালক ফাহিম খানে বলেন -যারা স্কুলে ভর্তি হতে চান, তারা ফ্রি ক্লাসে অংশগ্রহন করে যাচাই করে নিতে পারেন আমাদের পড়ানোর পদ্ধতি, কোর্স সম্পর্কে বিস্তারিক তথ্য, সিলেবাস ও অন্যান্য সার্ভিসগুলো কিভাবে দিয়ে থাকি।
আরেক পরিচালক শাহাদাত হোসেন সজীব বলেন – আইটিতে যদি ক্যারিয়ার গড়তে চান তাহলে প্রত্যেকেই দিনে কমপক্ষ্যে ৪/৫ ঘন্টা ব্যয় করতে হবে পড়াশুনার জন্য। তিনি আরোও বলেন আশি হাজার থেকে এক লক্ষ ডলারের বেতন পেতে হলে সবাইকে শ্রম দিতে হবে, তা নাইলে সম্ভব নয়।
রুবায়েত হাসান সামির বলেন – মার্কেটে আসার আগে সবার জন্য গ্রুমিং সেশন থাকে, কিভাবে ইন্টারভিউ ফেইস করতে হবে, তারও নির্দেশনা দিয়ে থাকি।
আইটি স্কুলের পরিচালক ফকরুদ্দিন মাহমুদ রাজন বলেন- ইয়ং জেনারেশনকে তাদের ক্যারিয়ার তৈরী করে দেবার উদ্দেশ্যে এই স্কুলের পথচলা। এই প্রবাসের সকল ভাইবোনদের প্রতি আহবান জানিয়ে তারা বলেন, কেউ যদি তাদের ভবিষ্যত আইটি ফিন্ডে গড়তে চান, তাহলে ক্যারিয়ার থ্রী সিক্সটি সলিউশন তাদেরকে সব ধরনের সহযোগিতা করবে। বর্তমানে নিউ ইর্য়ক ছাড়াও জর্জিয়ার আটলান্টাতেও তাদের অফিস রয়েছে, তাছাড়া আরও কিছু ষ্ট্রেটে অফিসের কার্যক্রম অচিরেই শুরু হবে।
সভায় উপস্থিত ছিলেন-সুজন রব, মোহাম্মদ মোর্শেদ, মো: আবদুল্লাহ কাব্য, মো: তওফিক, মো: সজীব, আবদুল্লাহ সাব্বির, মো: ইকবাল হোসেন, মো: আশরাফুল, মৃদুল আহমেদ, মো: কামরুল হাসান বাসির সহ আরো অনেকে।
প্রায় শতাধিক শিক্ষার্থী এই স্কুলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইটি প্রতিষ্ঠানগুলোতে কাজ করছে। বর্তমানে কয়েকটি ব্যাচের ক্লাস চলছে, অচিরেই নতুন ব্যাচ শুরু হবে, আগ্রহীরা ৯১৭-৪৮০-৯৬০৭ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করে নিতে পারেন।
______________________