• শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
Headline
তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এম মুরশিদ উপস্থিত ছিলেন। BAMGLADESHI AMERICAN COMMUNITY CHANGEMAKERS দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করতে একমত ড. ইউনূস ও শাহবাজ শরিফ ইউনূস-বাইডেন বৈঠক নিয়ে যা বলেছে হোয়াইট হাউস ‘রেমিট্যান্সযোদ্ধাদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেব’ দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য আধুনিক ব্যাংকিং ব্যবস্থা জরুরি : ড. যশোদা জীবন দেবনাথ মাহবুব সিরাজ তুহিন সাউথ অস্ট্রেলিয়ায় বাঙালি ছাত্র ও অভিবাসন প্রত্যাশীদের অভিভাবক সমৃদ্ধ বাংলাদেশের জন্য সুশাসন, শিক্ষার প্রসার ও প্রযুক্তির উন্নয়নে গুরুত্ব দিতে হবে : প্রীতি চক্রবর্তী

লিটল ম্যাগাজিন প্রদর্শনীর আট সম্পাদক পেলেন সম্মাননা

Reporter Name / ১০৯ Time View
Update : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

 

মশিউর আনন্দ, ঢাকা
জাতীয় চিত্রশালা মিলনায়তনে লিটল ম্যাগাজিন সম্মননা প্রদান ও সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
শিল্প-সাহিত্য চর্চার বিকাশে লিটল ম্যাগাজিন তথা ছোটকাগজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল চর্চার সাথে সম্পৃক্ত বিভিন্ন সংগঠন বা গোষ্ঠীর মুখপত্র হিসেবেও লিটল ম্যাগাজিন প্রকাশ পেয়ে থাকে। দেশে ষাটের দশক থেকে একুশের চেতনাকে ধারণ করে লিটল ম্যাগাজিন চর্চা প্রসার লাভ করে। বিশিষ্ট কবি, লেখক, বুদ্ধিজীবীরা কোন না কোনোভাবে একসময় ছোটকাগজের সাথে যুক্ত ছিলেন। পাড়া-মহল্লা থেকেও বিভিন্ন দিবসে ও আয়োজনে একসময় ম্যাগাজিন প্রকাশিত হতো। আশির দশকে বাংলাদেশে লিটল ম্যাগাজিন চর্চা জনপ্রিয় হয়ে উঠে।

গণতন্ত্র, সামাজিক সাম্য ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও ছোটকাগজ নতুন প্রস্তাবনা ও পরিকল্পনা উপস্থাপন করে থাকে। এ দেশের গণ-আন্দোলন ও সংগ্রামের ক্ষেত্রেও বিভিন্ন সময় ছোটকাগজকর্মীরা ইতিবাচক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। শিল্প-সাহিত্য-সংস্কৃতির নতুন ধারা, নতুন মত এবং মতবাদ চর্চা ও ঘোষণার ক্ষেত্রে ছোটকাগজ সংশ্লিষ্ট মত ও ধারণার সপক্ষে অগ্রগামী ভূমিকা পালন করে থাকে। ছোটকাগজ থেকে শিল্প-সাহিত্যের সমকালীন গতি-প্রকৃতি ও প্রবণতা সম্পর্কে ধারণা লাভ করা যায়। শিল্প-সাহিত্য চর্চার ক্ষেত্রে ছোটকাগজ প্রকাশের ধারাবাহিকতা অত্যন্ত জরুরী। বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশে বিভিন্ন সময়ে প্রকাশিত ছোটকাগজ নিয়ে প্রদর্শনী আয়োজনসহ গুরুত্বপূর্ণ ছোটকাগজকে সম্মাননা জানানোর জন্য, ‘লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও সম্মাননা- ২০২২’ আয়োজন করেছে ।
সম্মাননা প্রাপ্ত জন্য নির্বাচিত লিটল ম্যাগাজিন হলো: শহীদ ইকবাল সম্পাদিত ‘চিহ্ন’; আবদুল মান্নান স্বপন সম্পাদিত ‘ধমনি’; এজাজ ইউসুফী সম্পাদিত ‘লিরিক’; মিজানুর রহমান নাসিম সম্পাদিত ‘মননরেখা’ এবং ওবায়েদ আকাশ সম্পাদিত ‘শালুক’। জেলা ও উপজেলা পর্যায়ে তিনটি লিটল ম্যাগাজিনকে সম্মাননার জন্য নির্বাচন করা হয়েছে, জেলা শিল্পকলা একাডেমি রাজশাহী থেকে প্রকাশিত আসাদ সরকার সম্পাদিত ‘মহাকালগড়’; জেলা শিল্পকলা একাডেমি সিলেট থেকে প্রকাশিত অসিত বরণ দাশ গুপ্ত সম্পাদিত ‘সুরমাকপোত’ এবং মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত ‘আরণ্যক’।
সম্মাননার জন্য লিটলম্যাগাজিন নির্বাচনের দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট লেখক-গবেষক জনাব মফিদুল হক, বিশিষ্ট অনুবাদক ও সাহিত্যিক অধ্যাপক আবদুস সেলিম এবং কবি ও অধ্যাপক খালেদ হোসাইন । সম্মাননা হিসেবে কেন্দ্রীয় পাঁচটি লিটলম্যাগ সম্পাদককে পঞ্চাশ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচিত তিনটি লিটলম্যাগাজিন সম্পাদককে পাঁচিশ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। লিটলম্যাগাজিনের আট শতাধিক  সংখ্যা  নিয়ে ১-৭ ফেব্রুয়ারি 2022 জাতীয় চিত্রশালার ৬নং গ্যালারিতে প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
লিটল ম্যাগাজিন অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। প্রবন্ধ উপস্থাপন : জনাব সৈকত হাবিব, বিশিষ্ট কবি ও লেখক। আলোচক জনাব আমিনুর রহমান সুলতান, সম্পাদক, অমিত্রাক্ষর এবং জনাব অনিকেত শামীম, সম্পাদক ‘লোক’। স্বাগত বক্তব্য: জনাব মো: আছাদুজ্জামান, সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে সভাপত্বি করবেন জনাব লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সৌম্য সালেক।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে ও শেষে একাডেমির নৃত্য শিল্পীদের পরিবেশনা যথাক্রমে ‘শুভেচ্ছা ভালোবাসা’ এবং সহজ মানুষ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category