বগুড়া রক্ত দহ বিলে ভ্রাম্যমান আদালত অভিযান।
বগুড়া আদমদীঘি রক্তদহ বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দুয়ারী নেট, ভাদাই নেট সহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ জব্দ করেছে।
উপজেলা নির্বাহি অফিসার ও ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন। পরে জব্দকৃত জ্বালা ও নেট গুলো আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
জানা যায়, রক্তদহ বিলে নৌকা নিয়ে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত মৎস্য সংশ্লিষ্ট বিষয় অভিযান চালায়। অভিযান চালিয়ে বিলে ২০ হাজার মিটার কারেন্ট জাল, চায়না দুয়ারী নেট, ভাদাই নেট কিছু ছোট মাছ জব্দ করা হয়. অভিযানের বিষয়টি টের পেয়ে খুব দ্রুত জেলেরা পালিয়ে যায়।
ভ্রাম্যমান অভিযানের সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, আদমদীঘি থানার উপ-পরিদর্শক হাসনাত সহ ক্ষেত্র সহকারী কাঞ্চন হাওলাদার উপস্থিত ছিলেন।