চুয়াডাঙ্গার দর্শনা থানার সীমান্তবর্তী নাস্তিপুরে হজরত আলী (৫৮) নামে বিজিবির এক সোর্সকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
হজরত আলী বিজিবির সোর্স ছিলেন বলে নিশ্চিত করেছেন বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামান।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায় তাদের। পরে দেখতে পান ঘরের খোলা জানালা দিয়ে হজরত আলীর মাথায় গুলি করেছে দুর্বৃত্তরা। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
সদর হাসপাতালের ডা. সোহরাব হোসেন বলেন, মাথায় গুলি লাগার কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রায় আধ ঘণ্টা চেষ্টা করেও রক্তক্ষরণ বন্ধ হয়নি। প্রচুর রক্তক্ষরণের কারণেই তিনি মারা গেছেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হজরত আলী বিজিবির সোর্স ছিলেন। ঘুমন্ত অবস্থায় ঘরের জানালা দিয়ে গুলি করেছে তাকে। খুনিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
নিহত হজরত আলী দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা।