জাফর আলম
কক্সবাজার প্রতিনিধি, ১৫ ফেব্রুয়ারি
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হোয়াইক্যং রেঞ্জের আওতাধীন শামলাপুর বন বিটের কাটাছড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে জবরদখল করে স্হাপনা নির্মাণ করাকালে ১টি ঘর উচ্ছেদ করে ৫০ শতক বনভূমি দখলমুক্ত করা হয়েছে।মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার সময় দক্ষিণ বন বিভাগের হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মিনার চৌধুরীর দিক নিদর্শনায় মনখালী বিট কর্মকর্তা শিমুল কান্তি নাথসহ রেঞ্জের সকল স্টাফদের সহযোগিতায় শামলাপুর বন বিট কর্মকর্তা কেবিএম
ফেরদৌস এর নেতৃত্বে সঙ্গী স্টাফ, স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য, এবং সিপিজিদের সাথে নিয়ে শামলাপুর বন বিটের কাটাছড়া নামক জায়গায় বনবিভাগের অগোচরে অবৈধ ভাবে নব নির্মিত ১টি ঘর উচ্ছেদ করা হয়েছে।শানলাপুর বিট কর্মকর্তা কেবিএম ফেরদৌস জানান,কিছু বনখেকো বনভূমি জবরদখল করে স্হাপনা নির্মাণ করছে এমন সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করে উক্ত স্হাপনা উচ্ছেদ করে বনভূমি দখলমুক্ত করা হয়েছে এবং দখলমুক্ত করা ৫০ শতক বনভূমি বনায়নের জন্য প্রস্তুত করা হবে।ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মিনার চৌধুরী বলেন, পাহাড় দখলদার এবং বনভূমিতে স্থাপনা নির্মাণকারী যতই শক্তিশালী হোক না কেন ছাড় দেওয়া হবেনা। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।