বর্তমানে ওমরাহ করতে গেলে কোভিড- ১৯ টেস্ট করে রেজাল্ট নেগেটিভ আসলেই শুধু যাওয়া যায়। এক্ষেত্রে বিভিন্ন এজেন্ট বা ট্রাভেল এজেন্সীগুলো ভিসা,টিকিট,থাকা,খাওয়া ও বিভিন্ন ট্রিপসহ প্যাকেজ অফারের জন্য জনপ্রতি এক লাখ তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে থাকে। এখানে ওরা আপনাকে বলে না যে যদি করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ আসে আপনার বেশিরভাগ টাকাই কেটে রাখা হবে। সেক্ষেত্রে আপনি প্রায় এক লাখ টাকা ফেরৎ পাবেন না। শুধু তাই-ই নয়। আপনাকে ফিরে আসার সময়ও সৌদিতে করোনা টেস্ট করতে হবে। সেখানে যদি রেজাল্ট পজিটিভ আসে তবে আপনার কপালে কি আছে সেটাও কিন্তু ওরা বলবে না। এখন আপনাকেই ভেবে দেখতে হবে এধরণের ঝুঁকি নিয়ে আপনি ওমরাহ করতে যাবেন কি না? আল্লাহ ওদেরকে হেদায়েত করুন।