জাফর আলম, কক্সবাজার,১৫ মার্চ
কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা(এনজিও) মুক্তি কক্সবাজার এর উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠি’র নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে সভা এই অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল ৩ টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এনজিও সংস্থা মুক্তি’র উদ্যোগে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, এনজিও কর্মী ও সাংবাদিকদের নিয়ে এই সভা হয়।পরিচিতি ও উক্ত সভা উপস্থাপন করেন সুপারভাইজার শিমুল চন্দ্র দাশ। সভায় টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি, ও হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান মাওঃ নুর আহমদ আনোয়ারী উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলকে তাদের স্বতস্ফূর্ত: অংশগ্রহন এর জন্য মুক্তি কক্সবাজার এর পক্ষ হতে ধন্যবাদ জানান এবং প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়েছেন সিনিয়র সোশ্যাল মোবিলাইজেশন কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন।পরিশেষে জিবিভিআইই প্রকল্পের কার্যক্রমের সঠিক বাস্তবায়ন ও স্থায়ীত্বশীলতার ওপর গুরুত্ব আরোপ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।