জয় বাংলার জয়
শিব্বীর আহমেদ
—————–
আমি জয় বাংলার লোক
জয় বাংলা বলে
অদম্য সাহসে
এগিয়ে যাই সম্মুখে
মুক্ত বিহঙ্গের মতো
ছুটে চলি বাংলার শ্যামল
সবুজ প্রান্তরে প্রান্তরে।
জয় বাংলা
আমার প্রাণের স্লোগান
এ আমার মুক্তিযুদ্বের স্লোগান
এ আমার বিজয়ের স্লোগান
দুই লক্ষ মা বোনের ইজ্জত আর
ত্রিশ লক্ষ শহীদের রক্তে অর্জিত
স্বাধীন দেশের জাতীয় স্লোগান।
জয় বাংলা
বীর বাঙালি অস্ত্র ধর
বাংলাদেশ স্বাধীন কর
তোমার আমার ঠিকানা
পদ্মা মেঘনা যমুনা’র মতোই
যুদ্ধ জয়ের স্লোগান,
আমার স্বাধীনতার স্লোগান।
জয় বাংলা
ছাত্রলীগের মিছিল
থেকে উঠে আসা
এক রনাঙ্গনের স্লোগান
পাকিস্তান জিন্দাবাদের
বিকল্প বাংলা আর
বাঙালির মুক্তির স্লোগান।
জয় বাংলা
স্বাধীনতার ইঙ্গিতবাহী
এক সামরিক রণধ্বনি
বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে ঘোষিত
স্বীকৃত অগ্নিগর্ভ রাজপথে
ঐক্যবদ্ধ বীর বাঙালির
অসাধ্য সাধনের বীজমন্ত্র।
জয় বাংলা
ছিল নজরুলের কবিতায়
জয় বাংলা ছিল ছাত্রলীগের
মিছিলে মিটিং রাজপথে
কোটি মানুষের কণ্ঠস্বরে
আজ নেই কোনো ভয়
হবে হবে জয়, জয় বাংলার জয়।
– লেখক: কথাসাহিত্যিক, সাংবাদিক । ঢাকা ১৮ মার্চ ২০২২