এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
রংপুরে একটি নকল সার কারখানার সন্ধান পেয়েছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। নকল জিপসাম সার কারখানায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। শনিবার ২রা মার্চ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগররীর তাজহাট আনসারী মোড় এলাকায় ভাবনার চকপাড়া মিল ” সংলগ্ন নকল জিপসাম তৈরি কারখানা শনিবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়।
এসময় অনুমোদনহীন এই কারখানা থেকে ফরমালিন বিহীন সার উৎপাদন, কাঁচামাল কেনার বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় কারখানার মালিক। এছাড়া কেমিস্ট এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা না থাকার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নকল জিপসাম তৈরির উপকরণসহ আনুমানিক ২০ লক্ষ টাকার মালামাল জব্দ করে গোয়েন্দা পুলিশ। একই সঙ্গে আইন অমান্য করে কারখানার পরিচালক নগরীর নুরপুর এলাকার জিল্লুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ী এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়, পাশাপাশি ত্রুটি সংশোধন না করা পর্যন্ত সকল প্রকার উৎপাদন বন্ধের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকি তাজওয়ার। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেন।
জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রধানের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এর সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য রাবের(Rab)কার্যক্রম চলমান রয়েছে।