• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
Headline
তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এম মুরশিদ উপস্থিত ছিলেন। BAMGLADESHI AMERICAN COMMUNITY CHANGEMAKERS দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করতে একমত ড. ইউনূস ও শাহবাজ শরিফ ইউনূস-বাইডেন বৈঠক নিয়ে যা বলেছে হোয়াইট হাউস ‘রেমিট্যান্সযোদ্ধাদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেব’ দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য আধুনিক ব্যাংকিং ব্যবস্থা জরুরি : ড. যশোদা জীবন দেবনাথ মাহবুব সিরাজ তুহিন সাউথ অস্ট্রেলিয়ায় বাঙালি ছাত্র ও অভিবাসন প্রত্যাশীদের অভিভাবক সমৃদ্ধ বাংলাদেশের জন্য সুশাসন, শিক্ষার প্রসার ও প্রযুক্তির উন্নয়নে গুরুত্ব দিতে হবে : প্রীতি চক্রবর্তী

জনকের কথা কবিতা ও গান

Reporter Name / ১০১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

 

আশরাফুল হাবিব মিহির, নিউইর্য়ক

গত ১৮ ডিসেম্বর শনিবার নিউইর্য়কের কুইন্সের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে, মুজিব বর্ষ উদযাপন পরিষদযুক্তরাষ্ট্র এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো মুজিব জন্মশত বার্ষিকীর শেষ অনুষ্ঠান জনকের কথা কবিতা ও গান। মুজিব বর্ষ উদযাপন পরিষদযুক্তরাষ্ট্রের আহ্বায়ক কবি মিশুক সেলিমের সভাপতিত্বেলেখক ও সম্পাদক আবু সাইদ রতনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতিসত্তার কবিবাংলা একাডেমীর মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।

জনকের কথা কবিতা গান উদযাপন পরিষদের আহ্ববায়ক ছড়াকার খালেদ সরফুদ্দীন এবং সদস্য সচিব আনোয়ার সেলিমের স্বাগত ভাষনে শুরু হওয়া অনুষ্ঠানটি ছিল কবিতাগান ও বিশ্ব মানবতার দূত, সর্বকালের শ্রেষ্ঠ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আলোচনা।

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান অনুষ্ঠানে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহন করেন – কবি ফকির ইলিয়াসঅধ্যাপিকা হোসনে আরানীরা কাদরীমোশাররফ হোসেন, জাকারিয়া চৌধুরী ও কামাল হোসেন মিঠু। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন– শামস আল মমীনহোসাইন কবিরকাজী আতিকইশতিয়াক রুপুডাঃ রওনক আফরোজফারহানা ইলিয়াস তুলিবেনজীর শিকদাররিমি রুম্মানশান্তি ও ফারহান। নিজের লেখা ছড়া পাঠ করেন ছড়াকার মনজুর কাদের। প্রধান অতিথি জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার কবিতা সহ দেশের গুনী কবিদের কবিতা আবৃত্তি করেন– মিথুন আহমেদসাবিনা নিরুগোপন সাহাতাহরিনা পারভীন প্রীতিপারভীন সুলতানাএবং শুক্লা রায়। অনুষ্ঠানে শিশু আবৃত্তি শিল্পীদের মধ্যে আবৃত্তি তামান্না আহমদ শান্তি ও সাফওয়ান নাহিন। মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন– তাহমিনা শহীদ ও হাসান আহমদ।

নিউইয়র্কের নানা স্তরের সুধী ও সাংস্কৃতিক ব্যাক্তিত্বের উপস্থিতিতে জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার ভাষন ও কবিতা পাঠের প্রতিটি মুহুর্ত উপভোগ করেছেন সবাই। জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদাকে ফুলেল শুভেচ্ছা জানান কবি-সাংবাদিক আকবর হায়দার কিরন। অনুষ্ঠানের আহ্বায়ক ছড়াকার খালেদ সরফুদ্দীন আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, দর্শকরাই অনুষ্ঠানের প্রাণ, তাদের ছাড়া এত সুন্দর আয়োজন সফল করা যেত না।

সভাপতি কবি মিশুক সেলিম তার সমাপ্তি ভাষনে মুজিব বর্ষের নানা অঙ্গীকারের মধ্যে প্রধান অঙ্গীকারের বিষয়ে উল্লেখ করে বলেন- বঙ্গবন্ধুর আদর্শ এবং মানব দর্শনের সঠিক ব্যাখা পরবর্তী প্রজন্মের নিকট পৌছে দেবার প্রয়াসে প্রবাসের গুরুত্বপূর্ণ নগরীতে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বইয়ের পাঠাগার ও গবেষনা কেন্দ্র স্থাপন ও পরিচলনা করা আজ সময়ের দাবী। এছাড়াও বঙ্গবন্ধুকে নিয়ে রচিত মিথ্যা ও বিকৃতি তথ্য সম্বলিত লেখা বই যা ১৯৭৫ সালের পর রচনা করা হয়েছে সেই সব বই ও পুস্তক নিষিদ্ধ করার দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category