আর্ন্তজাতিক ডেস্ক: ইসরায়েল এবং ফিলিস্তিন নেতাদের প্রতি সহিংসতার বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
আরব নিউজের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের আল আকসা মসজিদে ঘিরে সহিংসতার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দুই পক্ষের নেতাদের এই আহ্বান জানালেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে পৃথক টেলিফোনে ব্লিনকেন গাজা, পশ্চিম তীর এবং ইসরায়েলে সহিংসতার চক্র শেষ করার ওপর জোর দেন। তিনি উভয়পক্ষকে সংযম এবং উত্তেজনা ছড়ানো বন্ধ করার আহ্বান জানান।
ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দেশটির পুলিশ ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর মঙ্গলবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল দাবি করে ফিলিস্তিনের রকেট ছোড়ার জবাবে তারা এ হামলা চালায়।
এর আগে গত রোববার ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পুলিশের হামলায় অন্তত ১৭ জন ফিলিস্তিনি আহত হন। এর আগে গত শুক্রবার সেখানে সংঘর্ষের ঘটনায় দেড় শতাধিক আহত হন।