• শনিবার, ০৩ মে ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
Headline
শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এম মুরশিদ উপস্থিত ছিলেন। BAMGLADESHI AMERICAN COMMUNITY CHANGEMAKERS দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করতে একমত ড. ইউনূস ও শাহবাজ শরিফ ইউনূস-বাইডেন বৈঠক নিয়ে যা বলেছে হোয়াইট হাউস ‘রেমিট্যান্সযোদ্ধাদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেব’ দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য আধুনিক ব্যাংকিং ব্যবস্থা জরুরি : ড. যশোদা জীবন দেবনাথ মাহবুব সিরাজ তুহিন সাউথ অস্ট্রেলিয়ায় বাঙালি ছাত্র ও অভিবাসন প্রত্যাশীদের অভিভাবক

যেসব ব্যক্তি-প্রতিষ্ঠান পেলো রেমিট্যান্স অ্যাওয়ার্ড

অর্থকণ্ঠ ডেস্ক / ৯৮ Time View
Update : রবিবার, ১৯ জুন, ২০২২

বৈধপথে প্রবাসী আয় (রেমিট্যান্স) পাঠানোয় ২০১৯-২০ সেশনে ৬৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে বাংলাদেশ ব্যাংক। গত ১২ মে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০১৯ সালে পেশাজীবী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন- মো: শামসু উদ্দিন, মোহাম্মদ মোশাররফ হোসাইন ভুঁইয়া, আব্দুল করিম, মোহাম্মদ আব্দুল মুনিম, ইব্রাহিম জোবায়েদ, নাছির উদ্দিন খান ও লুৎফর রহমান মুনশি। একই ক্যাটাগরিতে ২০২০ সালে সায়েদ উসমান, মোহাম্মদ আনিসুর রহমান, হারুনুর রশিদ খান, মহিন হোসাইন, আবুল ফজলে মোহাম্মদ লতিফুল মাসুদ, আলতাফ হোসাইন, তাজনিন হক হোসাইন, খন্দকার তানভীর শামসুল ইসলাম, আমিনুল ইসলাম, শামীম উদ্দিন, মোহাম্মদ তৌফিকুল আহসান ও মোহাম্মদ কামরুজ্জামান।
২০১৯ সালে বিশেষজ্ঞ পেশাজীবী শ্রেণিতে পুরস্কার পেয়েছেন- সুকেষ রায়, জুরান চন্দ্র ভৌমিক, মাহবুবুল হাদি ফজলে রব, এনায়েত উল্লাহ খান, রত্না রায়, আবরাহাম মোহাম্মদ সরকার, কানিজা ফাতেমা, আফিয়া আদমজী, এরশাদুল করিম ও খন্দকার মাহেন হাবিব।
একই ক্যাটাগরিতে ২০২০ সালের পুরস্কার পেয়েছেন- জুরান চন্দ্র ভৌমিক, মো: ওমর ফারুক, সুকেষ রায়, শামীম আহমেদ ভুঁইয়া, মোহাম্মদ নাছির হায়দার, আবরাহাম মোহাম্মদ সরকার, খন্দকার মোস্তফা মহলিয়া এশা, রশিদ উদ্দিন আহমেদ, লুৎফর নাহার ও খালেদ খান।
ব্যবসায়ী ক্যাটাগরিতে ২০১৯ সালের পুরস্কার পেয়েছেন- ওমর ফারুক, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ ওলিউর রহমান, আবু তাহের মোহাম্মদ আমানউল্লাহ, মো: বিল্লাহ হোসাইন ভুঁইয়া, ওবায়দুুর রহমান, রুমানা আক্তার ও মোহাম্মদ আব্দুন নুর কাওসার।
একই ক্যাটাগরিতে ২০২০ সালে পেয়েছেন- আবু জাহেদ ইমরান, নাহিদা আক্তার, আনাম উল ইসলাম, মোহাম্মদ আরিফ উদ্দিন ও আব্দুল করিম।
২০১৯-২০ সালে রেমিট্যান্স আহরণকারী শীর্ষ চার ব্যাংক- ইসলামী, অগ্রণী, ডাচ্্-বাংলা ও সোনালী ব্যাংক পুরস্কার পেয়েছে।
২০১৯ সালে রেমিট্যান্স প্রেরণকারী প্রতিষ্ঠান হিসেবে এনইসি মানি ট্রান্সফার লিমিটেড, প্লাসিড এনকে করপোরেশন ও সানমেন গ্লোবাল এক্সপ্রেস করপোরেশন পুরস্কার পেয়েছে। একই প্রতিষ্ঠানগুলো ২০২০ সালেও রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মোহাম্মদ নাছেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। অর্থকণ্ঠ ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category