যুক্তরাষ্ট্র বাংলাদেশের সুুুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। এজন্য তিনি বাংলাদেশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। গত ৩১ মে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পিটার ডি হাস এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, নির্বাচন সুষ্ঠু করতে বাংলাদেশের জনগণকেই এগিয়ে আসতে হবে। বাংলাদেশে সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুুক্তরাষ্ট্র। এ দেশের জনগণ, সরকার ও সুশীল সমাজকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে। এটি ভালোভাবে সম্পন্ন করতে সবাইকে দায়িত্ব নিতে হবে।
পিটার হাস বলেন, ইতোমধ্যে বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। মূলত নির্বাচনের সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। আশা করছি, নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে। কমিশন তাদের স্বাধীন সত্তা প্রয়োগ করবে। অর্থকণ্ঠ ডেস্ক