অন্তর্বর্তীকালীন সরকার আপাতত ব্যবসা-বাণিজ্য ও জীবন-জীবিকা সম্পর্কিত প্রকল্পগুলো চালু রাখার পরিকল্পনা নিয়েছে। গত ১৩ আগস্ট শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, বড় বা মেগাপ্রকল্পের অর্থছাড়ের ব্যাপারে পরবর্তীতে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে আমাদের ফোকাস ব্যবসা-বাণিজ্য ও জীবন-জীবিকার প্রকল্পগুলো চালু রাখার দিকে। আমরা অর্থ অপচয় বন্ধ করতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।
তিনি আরও বলেন, বিভিন্ন প্রকল্পের বাস্তবতা ও বরাদ্দ নিয়ে আলোচনা হয়েছে। বাইরের টাকা ইচ্ছেমতো খরচ করা যাবে না এবং প্রকল্পসমূহে সমন্বয়হীনতা দূর করতে হবে।
মূল্যস্ফীতি প্রসঙ্গে উপদেষ্টা উলে¬খ করেন যে, জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়ে ১১.৬৬ শতাংশে পৌঁছেছে, যা জুন মাসে ছিল ৯.৭২ শতাংশ। এর কারণ হিসেবে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ফলে খাদ্যপণ্য ও কাঁচামালের সরবরাহ বন্ধ হয়ে যায়, যা বাজারে প্রভাব ফেলেছে।
এছাড়া, বাজার মনিটরিংয়ের প্রয়োজনীয়তা এবং পরিবহন খাতে অতিরিক্ত টাকা তোলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন সালেহ উদ্দিন আহমেদ। অর্থকণ্ঠ প্রতিবেদক