থাকবোনা
মিনহাজ আহমদ
শীত বা গ্রীষ্ম যা-ই আসে
একটুখানি ভাববোনা
ভয়ের চোটে সাহস টুটে
ঈশান কোণে চাপবোনা
মরার সময় মরবো সুখে
বাঁচার বায়না ধরবোনা
বাঁচবোনা তো থাকবোনা
বাঁচাও বাঁচাও হাঁকবোনা
আমি ছিলাম, থাকবো কি না
পরোয়া কিছু করবোনা
ছিলাম ছিলাম জপবোনা
আমার ছবি কইবে কথা
যখন আমি থাকবোনা
সময় হলে চলেই যাবো
আর কোনো ছবি আঁকবোনা॥
(ছবিগুলো নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের)
[If you like this, please click join to মিনহাজের ছবি ও কথা group to get more posts like this.]