আব্দুর রাজ্জাক বগুড়া থেকে
বগুড়া সান্তাহার পশ্চিম ঢাকা রোডে সড়কের জায়গায় একটি কুড়ে ঘরে বসবাস করে একসময়ের পালা গানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুফিয়া- কায়সার দম্পতি। পালাগানের সেই গণি শিল্পী কায়সার আলী বয়াতি(১০৯) বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন বর্তমানে আর্থিক সংকটে সেই বাড়িতে চরম দুরবস্থায় দিন কাটাচ্ছেন। গুণী এই শিল্পীর কথা জানতে পেরে প্রধানমন্ত্রী উপহারের খাদ্যসামগ্রী,একটি হুইল চেয়ার,আরো কিছু আর্থিক সহায়তা নিয়ে ছুটে যান উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়। সেই সুফিয়া- কায়সার দম্পতি কেমন আছেন? তাদের খবর নিতে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায় শীতবস্ত্র হিসেবে কম্বল পাঠান।
কম্বলগুলো তাদের হাতে তুলে দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম মন্টু। তিনি বলেন শীতার্তদের কেউ খোঁজ রাখে না সে দিক থেকে আমাদের উপজেলা নির্বাহি স্যার অনেকটা ব্যতিক্রম। এমন গুণী শিল্পীদের দুর্দিনে কয়েক দফায় তাদের পাশে দাঁড়ানোর মানবিকতার বিষয়টি ফুটে উঠেছে। সুফিয়া-কায়সার দম্পতি মত গ্রামগঞ্জে অসংখ্য সঙ্গীতশিল্পী রয়েছে। আমাদের সকলের উচিত তাদের দুর্দিনে পাশে দাঁড়ানো। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা শ্রাবণী রায় জানান,বিগত দিনে এই দম্পতিসহ তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। এবার তাদের কম্বল দেওয়া হয়েছে।