এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে
লালমনিরহাট সদর উপজেলার একটি ময়লার স্তুপ থেকে এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্ধমানের লালমনিরহাট সদর হাসপাতালে নবজাতকের চিকিৎসাধীন রয়েছেন। সোমবার ১৪ ফেব্রুয়ারি বিকেলে সদর থানার ওসি শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালেজেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কালীবাড়ি এলাকায় একটি ডাস্টবিনে একটি শিশু কন্যার কান্না চিৎকার শুনতে পান। পরে কয়েকজন শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশকে খবর। খবর পেয়ে পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নবজাতকের পাঠানো হয়।
বর্তমানে নবজাতক টি নিবিড় পরিচর্যায় আছে। লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নিয়াজ মোর্শেদ জানান, সকালের দিকে থানা-পুলিশ নবজাতকটি নিয়ে আসেন। আমরা শিশুটিকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করিয়েছি। শিশুটির চিকিৎসা চলছে, বর্তমানে সুস্থ আছে। লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ ওসি শাহ আলম জানান, শিশুটির পরিচয় শনাক্ত করতে পুলিশ সদস্যরা কাজ করছে। একদিনএর কন্যাসন্তানের দায়িত্ব নিতে অনেকেই ফোন করছেন বলে ওসি জানান।