শীত ঘুমেই কাটছে জীবন
শেলী জামান খান
শীত ঘুমেই কাটছে জীবন
এলো নতুন একটি বছর,
তারপর আরও একটি বছর!
২০২২ এখন!
শীতের কনকনে হীমেল বাতাস
বাইরে ওৎপাতা দাপুটে ডেল্টা এবং ওমিক্রন!
ঘোলাটে চোখে আবারও দীর্ঘ শীতঘুম!
সোসাল ডিসটেন্স,
আইসোলেশন,
লকডাউন,
ভারী ভারী শক্ত শব্দগুলো
মাথায় জট পাকিয়ে কিলবিল করে!
ভীষণ একটা লম্বা শীতঘুম!
লং উইন্টার হাইবার নেশন!
যেন অনন্তকাল ধরে আছি পড়ে।
এক অন্ধকার ঘরে!
এক বিষাদ সময়ে!
মহামারিটা ঠিক কবে যেন শুরু হয়েছিল?
ঠিক কবে যেন?
মাথাটাও ঠিকঠাক কাজ করে না।
মাথার ভেতরে কেবলই ফিসফাস,
কেবলই ষরযন্ত্র!
হবে না! আর পাবে না সেই স্বাধীন, স্বপ্নীল জীবন।
এখন কেবলই ঘুম। কেবলই অপেক্ষা!
অপেক্ষা চারদেয়ালের ভেতর!
কিসের জন্য যেন অপেক্ষা?
অপেক্ষা দিনবদলের!
মুক্তবাতাসে, কড়া রৌদ্দুরে ছুটে বেড়ানোর অপেক্ষা!
কেবলই স্বপ্ন দেখি।
স্বপ্নে দেখি, সেইসব ফানুস ওড়ানোর দিন!
কবীর সুমনের মতই, আমিও খুব করে চাই…!
খুউব করে চাই হারানো দিনগুলো আবারও ফিরে পেতে!
চাই সেই “দলাদলির দিন”
চাই সেই, “গলাগলির দিন!”
চাই সেই, “হঠাৎ অকারণে হেসে ওঠার দিন”!
হঠাৎ পথে দেখা বন্ধুকে জড়িয়ে ধরে বলতে চাই,
“বন্ধু, কী খবর বল?
কত দিন দেখা হয় নি… ”
২০২০, ২১, ২২
একেকটা বছর আসছে, যাচ্ছে।
কেবলই হারিয়ে যাচ্ছে সময়!
আমি, এবং আমার ভেতরের চির কিশোর আমি’টা,
কান পেতে রয়!
আবারও জেগে ওঠার প্রতিক্ষায়!
( ভাবসূত্র: কবীর সুমন)
নিউ ইয়র্ক
০২/২৫/২০২২