আশরাফুল হাবিব মিহির, নিউইর্য়ক
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস মেক্সিকোর উদ্যোগে ২৬ মার্চ এবং ২৭ মার্চ দুইদিন ব্যাপী মেক্সিকো সিটির লিংকন পার্কের নেলসন মেন্ডেলা কালচারাল মঞ্চে বাংলাদেশ ফ্যাস্টিভালের আয়োজন করা হয়।
মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম ও মেক্সিকো সরকারের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে সাংস্কৃতিক দলের প্রতিনিধি হিসেবে আমেরিকার দুই বাংলাদেশি শিল্পী মাজেদ লোদী ও জ্যোতি অংশগ্রহন করে বাংলাদেশর সাংস্কৃতিকে তুলে ধরে।
প্রায় তিন হাজারের ও বেশী দর্শনাথীর উপস্থিতিতে এই ফ্যাস্টিভালে বাংলাদেশের সিরামিক, লেদার, পিতল ও পাটের তৈরী বিভিন্ন জিনিস প্রদর্শন করা হয়, আরো প্রদর্শিত হয় টেডিশানাল জামা কাপড় ও হাতের তৈরী নানা ধরনের আইটেম।
আগত অতিথিরা কালচারাল অনুষ্ঠান উপভোগ করার পাশাপাশি, গানের সাথে নাচে ও অংশ নেন। অতিথিরা বাংলাদেশের টেডিশানাল খাবারের ভূয়সী প্রসংশা করেন।