জাফর আলম,কক্সবাজার।
বণ্যপ্রাণী অবাসস্থল ধবংস,বন উজাড়,এবং বিভিন্ন প্রক্রিয়ায় বন্যপ্রাণীদের নির্যাতনের ফলে হাতি-মানুষ দ্বন্দ সৃষ্ঠি হচ্ছ। বাংলাদেশের বন্যপ্রাণী রক্ষায় সরকার ইতি মধ্যে পশুখাদ্য বাগান, আবাসস্থল,ও মানুষের নিরাপত্তার জন্য বন বিভাগ বিভিন্ন প্রকল্প ও হাতে নিয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের হোয়াইক্যং রেঞ্জের রইক্ষ্যং বিট সংলগ্ন হাতি-মানুষ দ্বন্দ নিরসন ও হাতি সহ বন্যপ্রাণী সংরক্ষণ এক জনসচেতনতামূলক সভা সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। জনসচেতনমূলক সভায় হোয়াইক্যং সিএমসির সভাপতি আলমগীর চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হোয়াইক্যং রেঞ্জ অফিসার জহির উদ্দীন মোহাম্মদ মিনার চৌধুরী, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন সিকদার,ন্যাচারাল লাইফের নারায়ণ চন্দ্র দাশ,মনখালী বিট অফিসার শিমুল কান্তি নাথ, কৃষি অফিসার সরওয়ার,সিএমসির সহ-সভাপতি জহুরা নেজাম,সিপিজির সভাপতি খায়রুল্লাহ র্যাব,বিজিবি,পুলিশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। রেঞ্জ অফিসার মিনার চৌধুরী বলেন, পাছপালা রোপন,বন্যপ্রাণী রক্ষা করা। অবৈধ দখলদারদের বন বিমুখ করা।হাতি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি। হারুন সিকদার বলেন, আমরা বন্যপ্রাণীদের যদি কোন সমস্যা না করি তাহলে তারা আমাদের সমস্যা করবেনা।তাই সবাইকে বন্য প্রাণী রক্ষায় সচেতন হওয়ার আহবান জানান। মনখালী বিট অফিসার শিমুল কান্তি নাথ বলেন, বনভূমি, বন্যপ্রাণী রক্ষা। গাছ লাগানো,হাতি রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি। অনুষ্ঠানে এলাকার বহু গণ্যমান্য, ও জনপ্রতিনিধি লোকজন উপস্থিত ছিল।