২০০২ সাল , গেলাম বিলেতে। ওরে তেলেসমাতি! ইন্ডিয়াতে দেখা সেইসব লটারির দোকানত এখানে ১০০ হাত দূরে দূরে একটা করে! ঐসব দোকানের নাম “বেটিং হাউস”। বিশাল ব্যবসা ! কয়েকটা চেইন শপও আছে, একটার নাম ল্যাডব্রোকস (ladbrokes – গুগল করে দেখতে পারেন)। দেখলাম জানলাম ! ছোট বেলা থেকে টিভি তে যত রকমের খেলা দেখেছি তার সব গুলোর উপর জুয়া চলে এখানে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট , ইউরোপিয়ান ফুটবল , টেনিস , ঘোড়া দৌড় , কুত্তা দৌড়, ইউ নেইম ইট ! পরে শুনলাম, শুধু লন্ডন না সারা ইউরোপেই (বিশ্বে) নাকি খেলাধুলার উপর এইরকম জমজমাট জুয়ার ব্যবসা। তারমানে এতদিন ধরে যেইসব খেলা পাগলের মতো টিভিতে দেখে ছাগলের মতো নাচছি আর ভাবছি খেলাধুলা আসলে একটা আর্ট, সেইসব আসলে জুয়া !!!!! ঐসব খেলা আসলে মানি ছাকিং মেকানিজম!! বুজলাম খেলোয়াড়রা কাড়ি কাড়ি টাকা কথা থেকে পায় আর ক্লাবগুলা এতো টাকা কোথা থেকে ঢালে !
কমপ্লিট ফুল-স্টপ।
এরপর থেকে পারতো পক্ষে আর কোনো ইন্টারন্যাশনাল খেলা দেখি না, নিজেকে ছাগলের তিন নম্বর মনে হয়।