বিনোদন ডেস্ক: গত ১৪ এপ্রিল বিয়ে করেছেন বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুর। এই মুহূর্তে বলিউডে সবচেয়ে আলোচিত দম্পতি তারাই। আর তাদের জুটি বাঁধার ঘটনাটি ভারতের বিশাল বিজ্ঞাপন বাজারেও ফেলবে বড় প্রভাব।
আলিয়া ভাট এবং রণবীর কাপুরের মোট সম্পত্তি, তাদের কাজের উপর বিনিয়োগ, তাদের বাজার দর। সব মিলিয়ে হিসাব করলে এই দম্পত্তির মোট সম্পদ দাঁড়াবে ৮৩৯ কোটি রুপি। কিন্তু আলিয়া আর রণবীরের মধ্যে কে অন্য জনের চেয়ে এগিয়ে?সাম্প্রতিক হিসাব বলছে, আলিয়া নাকি বেশ কিছুটা এগিয়ে রয়েছেন রণবীরের চেয়ে।
রণবীরের সম্পত্তি এবং বাজার দরের হিসাব-অভিনেতার ঝুলিতে আছে বহু হিট ছবি। তার ফলে বাড়তে বাড়তে তার পারিশ্রমিক এখন পৌঁছে গিয়েছে ছবি প্রতি ৫০ কোটি রুপি। এছাড়াও বহু ধরনের বিজ্ঞাপনের কাজও করেন রণবীর। এক একটি বিজ্ঞাপনের জন্য তিনি প্রায় ৬ কোটি রুপি করে নেন। রণবীরের বাড়ির দামও প্রায় ৩০ কোটি রুপি। সব মিলিয়ে প্রায় ৩৩০ কোটি রুপির মালিক রণবীর কাপুর।
আলিয়ার সম্পত্তি এবং বাজার দরের হিসাব-আলিয়া এই মুহূর্তে বলিউডের অভিনেত্রীদের মধ্যে একেবারে প্রথম দিকে রয়েছেন। এক একটি ছবির জন্য ১৫ কোটি রুপি কাছাকাছি তিনি নেন। আলিয়ার হাতেও প্রচুর বিজ্ঞাপনের কাজ। এক একটি বিজ্ঞাপনে এক এক দিনের কাজের জন্য তিনি নাকি ২ কোটি রুপি কাছাকাছি নেন। বেশ কিছু দামি গাড়িও রয়েছে আলিয়ার সংগ্রহে। সব মিলিয়ে প্রায় ৫১৭ কোটি রুপির মালিক আলিয়া ভাট।
আলিয়া ও রণবীরের জন্য বিজ্ঞাপনের বাজারে নেতিবাচক ফলও বয়ে আনতে পারে। ভারতের বিখ্যাত বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কাক্কার মনে করেন, কোনো বিজ্ঞাপনে যদি আলিয়া-রণবীর দুজনই কাজ করেন, তাহলে প্রযোজকেরা এই জুটির কাঙ্ক্ষিত পারিশ্রমিক বিনা বাক্যব্যয়ে মেনে নেওয়ার বদলে দেনদরবারেও নেমে যেতে পারে।
রণবীরের আয় আলিয়ার তুলনায় কম হতে পারে, তবে জনপ্রিয়তার দিক থেকে রণবীর মোটেও পিছিয়ে নেই বলে মনে করেন ভারতীয় সিনেমাবিশ্লেষক কোমল নেহতা।
সূত্র: হিন্দুস্তান টাইমস।