নিউ ইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪ থেকে আগামী প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় ডিস্ট্রিক্ট লিডার পদে প্রতিদ্বন্দ্বিতাকারী শাহ নেওয়াজের এক নির্বাচনী সভা সম্প্রতি জ্যামাইকায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, কমিউনিটির একজন সজ্জন ব্যক্তি হিসেবে শাহ নেওয়াজ এতোদিন আমাদের দিয়ে এসেছেন। এখন সময় এসেছে তাকে কিছুু দেওয়ার। বক্তারা বলেন, ডিস্ট্রিক্ট ২৪এ এর বাংলাদেশি-আমেরিকান ভোটাররা ঐক্যবদ্ধ হয়ে তাকে ভোট দিলে অবশ্যই তিনি জয়ী হবেন।
জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ একটি রেস্টুুুরেন্টে আয়োজিত ব্যতিক্রমী এই সভায় জ্যামাইকা ছাড়াও সিটির বিভিন্ন স্থান থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন এবং শাহ নেওয়াজকে সমর্থন জানান।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের সঞ্চালনায় সভায় শাহ নেওয়াজ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দীন সাগর, সাপ্তাহিক মুক্তচিন্তা সম্পাদক ফরিদ আলম, প্রবীণ প্রবাসী নাসির আলী খান পল, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, মূলধারার রাজনীতিক মোহাম্মদ রশীদ, আগা সালেহ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, চট্টগ্রাম সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মঈনুল ইসলাম, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মজিদ আকন্দ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মাকসুদুল হক চৌধুরী, আহসান হাবীব, রাব্বী সৈয়দ, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম সনি, নূরুল আজীম, জুডিশিয়াল ডেলিগেট প্রার্থী সাইফুর খান হারুন, সঙ্গীত শিল্পী রানো নাওয়াজসহ আরো অনেকে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জেমিনি সম্পাদক বেলাল আহমেদ ও সংগীত শিল্পী অনিক রাজ।
ফ্রেন্ডস ফর শাহ নেওয়াজ-এর ব্যানারে আয়োজিত সভায় বক্তারা বলেন, একজন প্রার্থী হিসেবে শাহ নেওয়াজ যোগ্য। তিনি কমিউনিটি বোর্ড সদস্য ছাড়াও ইতিমধ্যেই ফোবানা, লায়ন্স ক্লাব এবং জেবিবিএ ছাড়াও বিভিন্ন সংগঠনে যোগ্যতার সাথে নেতৃত্ব দিয়েছেন। মহামারি করোনায় নীরবে-নিভৃতে মানুষের পাশে দাঁড়িয়েছেন, খাবারের ব্যবস্থা করেছেন। এমনকি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অনুদান দিয়ে সাহায্য-সহযোগিতা করেছেন। তিনি যেমন কমিউনিটির জন্য করেছেন, তেমনি এখন তার জন্য কিছু করে মূলধারায় তাকে আরো সক্রিয় করতে জয়ী করতে হবে। আর এই জয়ের জন্য ঐক্যবদ্ধ কমিউনিটির বিকল্প নেই।
সভায় শাহ নেওয়াজ বলেন, কমিউনিটির জন্য আমি কি করতে পেরেছি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি কমিউনিটির জন্য আরো কাজ করতে চাই, এজন্য ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হয়েছি। তিনি বলেন, ভোটারদের মন জয় করে আমাদেরকে জয়ী হতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে, ভোট দিলে ডিস্ট্রিক্ট ২৪ থেকে জয়ী হওয়া সময়ের ব্যাপার মাত্র। নির্বাচনে তিনি সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে নূরুল আজীম ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী শাহ নেওয়াজের নির্বাচনী তহবিলে দুই হাজার ডলার অনুদান দিয়ে তার ফান্ড রেইজিংয়ের শুভ সূচনা করেন।