মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে জীবননগর উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার ১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিঘাপ্রতি ৫ কেজি করে বীজ,১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। জীবননগর উপজেলার নির্বাহী অফিসার( ইউএনও) মো. আরিফুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো.হাফিজুর রহমান হাফিজ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার প্রমূখ।