আগামী অর্থবছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটকে গরিবের বাজেট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় সংসদে গত ৯ জুন আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ বাজেট উপস্থাপনের পর সংসদ ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান।তিনি বলেন, প্রস্তাবিত এ বাজেট গরিবের বাজেট, ব্যবসাবান্ধব ও গণমুখী বাজেট।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এই বাজেটে নিশ্চয়তা আছে। সোশ্যাল সেফটিনেট আগের চেয়েও সাত হাজার কোটি টাকা বেড়েছে। গতবারের চেয়ে আরও সাত হাজার কোটি টাকা বেড়েছে। সোশ্যাল সেফটিনেটের আওতা বাড়ানো হয়েছে। কাজেই যে বাজেট প্রস্তাব করা হয়েছে এই বাজেট মানবিক বিবেচনা করে নিম্নবিত্ত-মধ্যবিত্তদের বিষয়কে নজর দেওয়া হয়েছে। সেখানে সাত হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। কাজেই এটা গরিবের বাজেট, ব্যবসাবান্ধব ও গণমুখী বাজেট।