আন্তর্জাতিক পুরস্কারে ভুষিত আলোকচিত্র শিল্পী শিকদার মেজবাহউদ্দিন আহমেদের একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনী নিউ ইয়র্কের প্রিমাভেরা গ্যালারিতে অনুস্ঠিত হয়েছে। সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরাম ইউএসএ’র আয়োজনে দু’দিনব্যাপী এই প্রদর্শনী সম্পন্ন হয় ৫ ডিসেম্বর রোববার। এর আগে শনিবার এর উদ্বোধন করেন খ্যাতিমান সংগীতগুরু মুক্তালিব বিশ্বাস ।
সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইদ, যুক্তরাষ্ট্র ইত্তেফাক প্রতিনিধি শহীদুল ইসলাম, লেখক মিনহাজ আহমেদ, সাংবাদিক নিহার সিদ্দিকী, বিশিস্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ বেলাল, বাংলাভিশন নর্থ আমেরিকার ভাইস প্পেসিডেন্ট মাহমুদ হোসাইন বাদশা প্রমুখ।
ছ
বি তোলা শিকদার আহমেদের নেশা ও পেশা। অনেকগুলো বছর ধরে দেশ-বিদেশের বিভিন্ন স্থান ঘুরে তিনি অগনিত ছবি তুলেছেন। ছবির জন্য পেয়েছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার। নিউ ইয়র্কে এটি ছিলো জনাব আহমেদের প্রথম প্রদর্শনী। এতে তাঁর বাছাইকৃত ৩০টি ছবি প্রদর্শিত হয়। দু’গিনের এই বিশেষ প্রদর্শনীতে বিপুল সংখ্যক সমঝদার দর্শকের সমাগম ঘটে। শিকদার আহমেদের তোলা ছবির সৌন্দর্যে বিমোহিত হন তাঁরা। গুনীজনের তাঁর ছবির ভূয়সী প্রশংসা করেন।