ঢাকায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান ড. সাইয়্যেদ হাসান সেহাতের সঙ্গে আইআরআইবি ফ্যান ক্লাবের একটি প্রতিনিধি দল আজ বৈঠক করেছে।
আগামী ২১ জানুয়ারি ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে আয়োজনের বিষয় নিয়ে ফ্যান ক্লাবের প্রতিনিধিদল আলোচনা করে।
বৈঠকে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি যুবরাজ চৌধুরী, সেক্রেটারি আবু তাহের, রেডিও তেহরানের বার্তা সম্পাদক সিরাজুল ইসলাম এবং ইরান সংস্কৃতিক কেন্দ্রের জনসংযোগ বিভাগের প্রধান সাইদুল ইসলাম।
বৈঠকে আইআরআইবি ফ্যান ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ২১ জানুয়ারির ওই অনুষ্ঠান সার্বিকভাবে সফল করার জন্য সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ড. হাসান সেহাত। এছাড়া, চলতি বছর রেডিও তেহরানের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিয়েও আলোচনা করা হয়।
ড. হাসান সেহাতের সঙ্গে আইআরআইবি প্রতিনিধি দলের বৈঠক শেষে উপহার তুলে দিচ্ছেন সিরাজুল ইসলাম
এ সময় ফ্যান ক্লাবের পক্ষ থেকে যুবরাজ চৌধুরী এবং আবু তাহের ইরান সাংস্কৃতিক কেন্দ্র এবং দূতাবাসের বিভিন্ন কর্মকাণ্ড ও অনুষ্ঠানাদি সফলভাবে সম্পন্ন করাসহ ইরানের শিল্প-সংস্কৃতিকে বাংলাদেশের নানা অঙ্গনে সুন্দরভাবে তুলে ধরার ক্ষেত্রে নিজেদের আগ্রহের কথা জানান।
আইআরআইবি ফ্যান ক্লাবের পক্ষ থেকে এ ধরনের উৎসাহ এবং আগ্রহের জন্য সংগঠনের নেতাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানান ড. হাসান সেহাত। তিনি বলেন, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান এবং আইআরআইবি ফ্যান ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে ইরানের সাংস্কৃতিক কেন্দ্র প্রস্তুত রয়েছে।
আলোচনা শেষে ফ্যান ক্লাবের পক্ষ থেকে ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের জন্য কিছু উপহার সামগ্রী ড. হাসান সেহাতের হাতে তুলে দেয়া হয়।
আগামী ২১ জানুয়ারি রাজধানী ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে বিকেল তিনটায় আইআরআইবি ফ্যান ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান ড. হাসান সেহাত।